নিউজ ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৫ ১১:২৯

খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ক্রীড়া সপ্তাহ শুরু

৩১ জানুয়ারি পর্যন্ত এই ক্রীড়া সপ্তাহে বিভিন্ন ধরনের ইভেন্টে অংশ গ্রহণ করে নিজেদের ক্রীড়া শৈলী প্রদর্শন করবে শিক্ষার্থীরা ।


নগরীর নয়াসড়কস্থ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ক্রীড়া সপ্তাহ শুরু হয়েছে । শনিবার (২৪ জানুয়ারি)। সকাল ১০টায় প্রতিষ্ঠানের ট্রাষ্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকি চৌধুরী এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন ।

৩১ জানুয়ারি পর্যন্ত এই ক্রীড়া সপ্তাহে বিভিন্ন ধরনের ইভেন্টে অংশ গ্রহণ করে নিজেদের ক্রীড়া শৈলী প্রদর্শন করবে শিক্ষার্থীরা ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল বাকি বলেন, খেলাধুলা ছেলে মেয়েদের সুস্থ শরীর গঠনে অগ্রণী ভূমিকা পালন করে । কম্পিউটার গেমসের যুগে শরীরচর্চার প্রথা চালু রাখা আরও বেশি জরুরী ।


সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম সুজনের উপস্থাপনায় এবং অধ্যক্ষ কর্নেল (অব:) নাজমুল ইসলাম তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ট্রাষ্টি বোর্ডের মেম্বার এডভোকেট সালেহ আহমদ,  ইঞ্জিনিয়ার চৌধুরী জামাল আশরাফ ও উপাধ্যক্ষ হোসেইন আহমদ । এছাড়াও সবগুলো ইভেন্টের পরিচিতি তোলে ধরেন ক্রীড়া শিক্ষক মতিউর রহমান । 





আপনার মন্তব্য

আলোচিত