Advertise

কমলগঞ্জ প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০১৯ ১৯:২৬

কমলগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

সারাদেশের ন্যায় কমলগঞ্জেও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিজয়া দশমীতে বিকাল থেকে উপজেলার ১৪২টি সার্বজনীন পূজামণ্ডপে প্রতিমা ধলাই, লাঘাটা, ক্ষরিণীসহ বিভিন্ন জলাশয় ও পুকুরে বিসর্জন দেয়া হয়। শহরের আড়াইআনি পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সেখানে ধুপ-ধোঁয়ার আড়তি, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়।

এদিকে কমলগঞ্জ উপজেলা সদরে বিভিন্ন পূজা মণ্ডপের ভক্তরা তাদের প্রতিমা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ ধলাই নদীর ব্রিজ, লাঘাটা নদীসহ বিভিন্ন পুকুরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি করেন।

ধলাই নদীর ব্রিজে প্রতিমা বিসর্জনের সময় পৌর মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

আপনার মন্তব্য

আলোচিত