বড়লেখা প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২০ ০০:৫২

জেএসসি ও পিইসিতে বড়লেখার লাইসিয়াম স্কুলের চমক

মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল প্রতিবছরের মতো এবারও ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। শতভাগ পাশসহ জেএসসি ও পিইসিতে উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনকারী প্রতিষ্ঠানের গৌরব অক্ষুন্ন রেখেছে।

জানা গেছে, এবারের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় মোট ৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী। পিইসিতে (প্রাথমিক শিক্ষা সমাপনী) মোট ৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে শতভাগ পাশসহ জিপিএ- ৫ পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইকবাল আহমদ বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিত চেষ্টায় ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। এ সাফল্য আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে।’

আপনার মন্তব্য

আলোচিত