কমলগঞ্জ প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২০ ১৭:৪৯

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ শুরু

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সরবরাহকৃত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বিকাল ৩ টায় বছরের প্রথম দিন কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদ্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, বেশ কয়েক বছর ধরে বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারা দেশের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছে। এখন আর কোন শিক্ষার্থীকে বই কিনতে হয় না। ফলে এখন শিক্ষা প্রতিষ্ঠানে ঝড়ে পরা অনেকটাই রোধ হয়ে গেছে।

অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভা এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ২০২০ সালে নতুন বই তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এর আগে বুধবার সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সরকারি বই বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত