তাহিরপুর প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২০ ১৭:০৭

তাহিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের র‍্যালি ও আলোচনা

‘মাদক রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি র‌্যালির অয়োজন করা হয়।

র‌্যালির শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সভায় সভাপতির বক্তব্যে দেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।

উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা রেজুয়ানুল হক, তথ্য আপা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, আনসার ভিডিপি প্রশিক্ষক শহিদুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস, বিআরডিবি অফিসার রায়হান আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, শিক্ষক সোহেল আহমদ সাজু, মাহবুবুল আলম সুমন প্রমুখ।

আলোচনা সভায় মাদকদ্রব্যের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত