দিরাই প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২০ ১৯:০৮

মুজিব বর্ষ পালন উপলক্ষে দিরাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে দিরাই উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক আলতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুজ্জামান চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রস্তুতি সভায় দুইদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার বেলা ২ টায় উপজেলা প্রশাসন প্রাঙ্গণে সকলের উপস্থিতি, বেলা ৩ থেকে ৫ টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কর্তৃক মুজিব বর্ষে ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন সরাসরি সম্প্রচার, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া রয়েছে শনিবার সকাল ১০টায় সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা, ১১ টায় দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা, বিকেল ৩টায় শিশু কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাড়ে ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত সাড়ে ৭টায় ঢাকায় আয়োজিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার, রাত সাড়ে ৯টায় বর্ণিল আতশবাজি প্রদর্শন।

মুজিবুর বর্ষের দুইদিনব্যাপী সকল অনুষ্ঠানে সকল শ্রেণীপেশার মানুষ কে উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

আপনার মন্তব্য

আলোচিত