নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২০ ১৪:৫৫

দুর্ভোগের পর সিসিকের গণবিজ্ঞপ্তি

টানা তিনদিন সিলেট নগরবাসীর অবর্ণনীয় দুর্ভোগের পর দুঃখ প্রকাশ করে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় কালভার্টগুলো ভেঙে প্রশস্ত  করার জন্য আজ থেকে জিন্দাবাজার পয়েন্ট থেকে বারুতখানা পয়েন্ট এবং অনুরাগ হোটেলের সামনে থেকে নাইওরপুল পয়েন্ট পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

এদিকে যানবাহন চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করারও অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে পূর্ব ঘোষণা ছাড়াই কালভার্ট সংস্কারের জন্য শনিবার মধ্যরাত থেকে সিলেট নগরীর ব্যস্ততম সড়ক জিন্দাবাজার-নাইওরপুল সড়কে যান চলাচল বন্ধ করে দেয় সিসিক। পরে বারুতখানা পয়েন্ট থেকে একশ' গজ পশ্চিমে রাস্তার ওপরের বক্স কালভার্ট ভেঙে ফেলা হয়। মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে কালভার্ট ভাঙার কাজ শুরু হয়।

এর পরদিন রোববার সকালে নাইওরপুল পয়েন্ট থেকে শতাধিক গজ পশ্চিমে আরেকটি ছোট কালভার্ট ভাঙার কাজ শুরু হয়। এতে নগরীর ব্যস্ততম জিন্দাবাজার-নাইওরপুল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়ে নগরবাসী।

আপনার মন্তব্য

আলোচিত