সিলেটটুডে ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২০ ২০:১০

শ্রুতি পিঠা উৎসব শুক্রবার

উদ্বোধন করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়

প্রতিবারের মতো এবারও সিলেটে আয়োজিত হয়ে যাচ্ছে দিনব্যাপী শ্রুতি পিঠা উৎসব।

শুক্রবার (১৭ জানুয়ারি) ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের ছোট ক্যাম্পাস প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট আয়োজন করেছে দিনব্যাপী এ পিঠা উৎসবের।

দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন বরেণ্য আবৃত্তি এবং অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। আরও উপস্থিত থাকবেন বরেণ্য আবৃত্তি শিল্পী এবং মুক্তিযোদ্ধা ডালিয়া আহমেদ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক নিউজ প্রেজেন্টারস সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি এবং পদ্মা সেতু প্রকল্পের যুগ্ম-সচিব দেওয়ান সাঈদুল হাসান, আগরতলা ত্রিপুরার বিশিষ্ট বাচিক শিল্পী স্মিতা ভট্টাচার্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।

দিনব্যাপী আয়োজনে সমবেত সংগীত পরিবেশন করবেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, দ্বৈতস্বর, ছন্দনৃত্যালয়, অন্বেষা, নগরনাট, তারুণ্য শ্রুতি আবৃত্তি বিভাগ, সুরসপ্তক, মুক্তাক্ষর, সংগীতমুকুল, সংগীত নিকেতন, অনির্বাণ, সুর ও বানী, নৃত্যাঞ্জলী, থিয়েটার একদল ফিনিক্স প্রমুখ।

একক আবৃত্তি পরিবেশন করবেন বরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া ইসলাম, দেওয়ান সাঈদুল হাসান, মনির হোসেন, স্মিতা ভট্টাচার্য্য, মাসুম আজিজুল বাসার, মো. মুজাহিদুল ইসলাম, সংগীত পরিবেশন করবেন লোক সংগীতশিল্পী শ্যামল পাল, বাউল আব্দুর রহমান, গৌতম চক্রবর্তী, প্রদীপ মল্লিক, সোনিয়া রায়, লিংকন দাশ প্রমুখ।

প্রতিবারের মতো থাকবে পিঠামেলা ও প্রতিযোগিতা।

আপনার মন্তব্য

আলোচিত