নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২০ ১৮:০৩

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের প্রতিবাদে টিলাগড়ে সড়ক অবরোধ

সিলেটের টিলাগড়ে প্রাইভেটকার উল্টে নয়ন দাস নামে এমসি কলেজের ছাত্রের মৃত্যুর প্রতিবাদে কলেজের পেছনের ফটক সংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে দুপুর ২টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে সিলেট-তামাবিল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশের আশ্বাসে বিকেলের দিকে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দুর্ঘটনায় এমসি কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি টিলাগড় থেকে বালুচর যাওয়ার রাস্তায় একটি ইন্সটিটিউটের সামনে গত কয়েকদিন আগে হঠাৎ করে স্পিডব্রেকার ও রোড ডিভাইডার বসানো হয়েছে। এর কারণেই দুর্ঘটনায় পড়ে নিহত হওয়া শিক্ষার্থীর গাড়িটি।

প্রসঙ্গত, শুক্রবার রাত ১১টার দিকে টিলাগড় পয়েন্টের স্পিডব্রেকার ক্রসিংয়ের সময় বেপরোয়াভাবে চালানো প্রাইভেটকারটি উল্টে যায়। এতে প্রাইভেটকারের ভেতরের থাকা চার বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত