ছাতক প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২০ ২১:০৯

ছাতকে আ.লীগ নেতা আচ্ছা মিয়া স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগ নেতা ও ছাতক থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আচ্ছা মিয়ার মৃত্যুতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সৌদি নাগরিক, শিল্পপতি আলী জিনানী আল সৌদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, মরহুমের অনুজ মুক্তিযোদ্ধা হাজী পেয়ারা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, বিল্লাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, পৌর যুবলীগের আহবায়ক সুহেল মামুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ প্রমুখ।

সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রয়াতের সহকর্মী আওয়ামী লীগ নেতা আমির আলী বাদশা।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাজ্জাদুর রহমান। দোয়া পাঠ করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ।

সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, মুক্তিযোদ্ধা শুকুর আলী, আওয়ামী লীগ নেতা লুতফুর রহমান প্রধান, সামছুজ্জামান রাজা, শফিকুল ইসলাম বাবুল, রফিকুল ইসলাম কিরন, এমরুল হক চৌধুরী লিটন, মাফিজ আলী, মাস্টার আওলাদ আলী, মাসুক মিয়া, আব্দুল কাদির, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, রইছ আহমদ, শহিদুল ইসলাম, আনিছুর রহমান চৌধুরী খোকন, ফজলু মিয়া মেম্বার, আব্দুল মালিক মেম্বার, শিক্ষক শাহ মাহবুব, মাওলানা ইমাদ উদ্দিন মানিক, কামরুজ্জামান সাকলেন, মাহবুব মিয়াসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত