নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২০ ০১:৫৯

করোনা সন্দেহে গোয়াইনঘাটের কিশোর কোয়ারেন্টিনে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক কিশোরকে (১৫) করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে। তার করোনার প্রাথমিক উপসর্গ রয়েছে। এই হাসপাতালকে কোয়ারেন্টিন হিসেবে সিলেটে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার রাত আটটার দিকে ওই কিশোরকে গোয়াইনঘাট থেকে সিলেটে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব।

ইউএনও জানান, ওই কিশোরের এক নিকটাত্মীয় প্রায় ২০ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে এসেছিলেন। তিনি ফিরে যাওয়ার পর কিশোরের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। খবর পেয়ে চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণের পর কিশোরকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাত আটটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরের পরবর্তী চিকিৎসা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করবেন।

আপনার মন্তব্য

আলোচিত