নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২০ ১৩:৩১

সিলেট জেলায় নতুন ১৫৫ জনসহ ৫৬৫ জন হোম কোয়ারেন্টিনে

সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৬৫ জনকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে হোম কোয়রেন্টিন করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

এদিকে, বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আরও তিন জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ। একজন নারী। নারীর বয়স ২২। পুরুষদের একজনের বয়স ৬৫, অপরজন ৩২। তিনজনই একই পরিবারের সদস্য। এরা সবাই স্থানীয়ভাবে সংক্রমিত। তবে তারা ইতালিফেরত প্রবাসীদের সংস্পর্শে এসেছিলেন যিনি আগেই আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

এনিয়ে বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ জনে। এছাড়া, এই ভাইরাসে একজন মারা গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত