শ্রীমঙ্গল প্রতিনিধি

২২ মার্চ, ২০২০ ১৫:৩২

শ্রীমঙ্গলে করোনাভাইরাস সচেতনতায় সভা

'সচেতন হন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদে রাখুন' এ স্লোগানকে সাথে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি ও লাউয়াছড়া যুব সংঘের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে লাউয়াছড়া পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভা ও বিশেষ প্রার্থনাটি সঞ্চালনায় ছিলেন চার্চের সম্পাদক শাকিল পামথেট। সভায় করোনাভাইরাস নিয়ে সচেতনামূলক বক্তব্য রাখেন রনি সুছিয়াং ও সাজু মারছিয়াং।

এছাড়াও বক্তব্য রাখেন লাউয়াছড়া পুঞ্জির প্রবীন ব্যক্তি হাতিম লন্ড, শীলা পতমী, লাউয়াছড়া যুব সংঘের আহ্বায়ক ও শাবিপ্রবি শিক্ষার্থী বিজয় সুছিয়াং প্রমুখ।
সভায় পুঞ্জিতে বসবাসরত সবাইকে করোনাভাইরাস কিভাবে ছড়ায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। পুঞ্জির প্রবেশ পথে হাত ধোয়ার জন্য নিরাপদ কর্নার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

সভায় পুঞ্জির নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত