শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

২৫ মার্চ, ২০২০ ১৯:৪৫

শায়েস্তাগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধের নিয়ম না মানায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এ জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা না মানায় স্টেশন রোডে হাজী আব্দুর রহিম স্টোরকে ৫ হাজার, আখি ইলেক্টনিক্সকে ১০ হাজার, দাউদনগর বাজারে আনন্দ ফ্যাশনকে ২ হাজার, মদিনা স্যানিটারিকে ৫ হাজার ও পুরানবাজারে মনিহার শিল্পালয়কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নিয়ম না মেনে দোকান খোলা রাখলে এভাবে জরিমানা হবে। প্রয়োজনে জেলও দেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত