জুড়ী প্রতিনিধি

২৬ মার্চ, ২০২০ ১৪:১৪

জুড়ীতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান

মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জুড়ী শহরের ডাকঘরের সামনে সরকারি রাস্তা, ফুটপাত দখল করে রাখা সবজি বাজার এবং শিশু পার্কের সামনের রাস্তা, ফুটপাত দখলকারীদের বিভিন্ন ধরণের স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

তিনি জানান, জুড়ীবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জুড়ীর যানজটের অন্যতম কারণ ও ছাত্র-ছাত্রীদের চলাফেরার মূল প্রতিবন্ধক উপজেলা ডাকঘরের সামনে সরকারি রাস্তা, ফুটপাত দখল করে রাখা সবজি বাজার এবং শিশুপার্কের সামনের রাস্তা, ফুটপাত দখলকারীদের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। আমি ব্যক্তিগতভাবে এসব কাজে জুড়ীবাসীর সহযোগিতা চাচ্ছি।

দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চলবে উপজেলার বিভিন্ন স্থানে।

আপনার মন্তব্য

আলোচিত