তাহিরপুর প্রতিনিধি

২৯ মার্চ, ২০২০ ১৮:৪৯

তাহিরপুরে বাড়ি বাড়ি চাল বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বর্তমান সংকটকালীন সময়ে সরকারি বরাদ্দের চাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০জনকে ১০কেজি করে চাল বিতরণ করা হয়। চালের সঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ১ কেজি করে মসুর ডাল ও ১ কেজি আলু বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, উপজেলা ট্যাগ অফিসার বিপ্লব সরকার, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন, ইউনিয়ন পরিষদ সচিব ভূপতি ভূষণ দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত