শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

৩০ মার্চ, ২০২০ ১৯:১২

শায়েস্তাগঞ্জে দোকানে সামাজিক দূরত্বের চিহ্ন এঁকে দিলো সেনাবাহিনী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য দোকানে দোকানে সামাজিক দূরত্বের চিহ্ন এঁকে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। 

এরই সাথে মাইকিং করে জনসাধারণকে সচেতন করছেন তারা। পাশাপাশি বিভিন্ন স্লোগান লেখা প্লে কার্ড হাতে নিয়ে টহল দিচ্ছেন সেনাসদস্যরা।

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের কেশবপুর বাজার, অলিপুর, নুরপুর ইউনিয়নের সুতাং বাজার, বাছিরগঞ্জ বাজার, ও শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজারে টহল ও মাইকিং করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর ক্যাপ্টেন মো আসিফ ইকবালের নেতৃত্বে মুদিমাল, কাঁচামাল ও ওষুধের দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চিহ্ন এঁকে দেয়া হয়। এসময় সেনাবাহিনীর সাথে ছিলেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল রেজা।

আপনার মন্তব্য

আলোচিত