বড়লেখা প্রতিনিধি

৩১ মার্চ, ২০২০ ২২:২৪

বড়লেখায় জেন্টস্ পার্লারে জরিমানা, সেনাবাহিনীর প্রচারণা অব্যাহত

মৌলভীবাজারের বড়লেখায় করোনার সামাজিক সংক্রমণ ঠেকাতে সেনাবাহিনীর টহল ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। প্রচারণা চলাকালে পৌর শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকার স্পা জেন্টস্ পার্লার-৩ কে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে গণসচেতনতা তৈরির লক্ষ্যে দলটি এই টহল ও প্রচারাভিযান চালায়। বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত পৌর শহরের হাজীগঞ্জ বাজারে প্রচারণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এছাড়া করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানেও প্রচারণা চালানো হয়েছে।

এসময় সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. রিয়াজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, লেফটেন্যান্ট নাজমুস সাকিব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত