জৈন্তাপুর প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২০ ০০:২৩

জৈন্তাপুর উপজেলা প্রশাসন উদ্যোগে তৃতীয় দিনে খাদ্য সহায়তা

করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান এবং জরুরি সেবা ছাড়া সব ধরনের পরিবহন ব্যবস্থা। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাবার সহায়তা।

তৃতীয় দিনের মতো সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুয়াবাড়ি, গুচ্ছগ্রামের হতদরিদ্র অসহায় ঘরবন্দি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় কর্মহীন এসব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসাইন, উপজেলা প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন মানিক, ইউ/পি সদস্য আব্দুল হালিম।

উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলায় খেটে খাওয়া মানুষ গুলো গৃহবন্দি হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়ে। এসব কর্মহীন পরিবারের খাদ্য যোগাতে বাইরে যেতে না পারায় সরকারের পক্ষ থেকে তৃতীয় দিনের মতো বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত