বিশ্বনাথ প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২০ ১৮:৫৩

বিশ্বনাথে অস্ত্র ও গুলিসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

ডাকাতি ও অন্যান্য দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় দীর্ঘদিন পলাতক থাকার পর অস্ত্র ও গুলিসহ আব্দুশ শহীদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। এসময় তার বসতঘর থেকে একটি দেশীয় পাইপগান ও ৪রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আব্দুশ শহীদ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত তাহির আলীর ছেলে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্বনাথ থানা পুলিশের এসআই ইমরুল কবির বাদী হয়ে শহীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং ৩)। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে বুধবার (১ এপ্রিল) রাতে দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

এ প্রসঙ্গে জানতে চাইলে এসআই ইমরুল কবির বলেন, শুধু বিশ্বনাথ থানায় নয়, আব্দুশ শহীদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতিসহ আরও একাধিক মামলা রয়েছে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, দু’টি ওয়ারেন্ট, অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় আরও মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত