দিরাই প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২০ ২৩:৩৭

দিরাইয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জের দিরাইয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করে উপজেলা প্রশাসন।

এ নির্দেশনা না মেনে প্রতিষ্ঠান খোলা রাখা ও সামাজিক দূরত্ব বজায় না রাখা ও হ্যান্ড ওয়াসের মূল্য মিছে ফেলায় ৫ ব্যবসা প্রতিষ্ঠান কে ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় দিরাই বাজারের মেসার্স দিরাই ফার্মাকে ২০ হাজার, অর্ক স্টোরকে ৫ হাজার, দুই ভাই বেডিং স্টোরকে ২ হাজার, সুস্মিতা স্টোরকে ২ হাজার, বিশ্বজিৎ রায় বিশুর ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, এস আই রূপক কর্মকার, পুলিশ স্পেশাল ব্রাঞ্চের হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী মোশারফ হোসেনসহ পুলিশের সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত