গোলাপগঞ্জ প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২০ ২৩:২৩

গোলাপগঞ্জে মৎস্যজীবী ও বেদেদের পাশে সিলেটের এসপি

সিলেটের গোলাপগঞ্জে অঘোষিত লকডাউনের কারণে গৃহবন্দি অসহায় মৎস্যজীবী ও বেদেদের পাশে দাঁড়িয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত গোলাপগঞ্জ সদর ইউনিয়নের খলাগ্রাম মৎস্য পল্লী এবং পৌরসভার বেদে পল্লীতে ৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় তিনি হ্যান্ড মাইক দিয়ে সকলকে কোয়ারেন্টিন মেনে চলা ও ঘরে থাকা আহবান জানান।

এসময় ফরিদ উদ্দিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে পুলিশ কাজ করে যাচ্ছে। এই মহামারী থেকে দেশকে বাঁচাতে প্রশাসনকে সকলের সহযোগিতা করা প্রয়োজন। সরকার যে নির্দেশনা দিয়েছে তা সকলকে মেনে চলতে হবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ সাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত