ছাতক প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২০ ২৩:৩৮

ছাতকে ভ্রাম্যমাণ আদালত, সাড়ে ৩৭ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের ছাতকে সরকারের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখে স্থানীয়দের আড্ডা দেয়ার সুযোগ করে দেয়া ও অবৈধ যানবাহন চলাচল করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন বাজার ও রাস্তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবির এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

এ সময় সাথে ছিলেন এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি মো. মোস্তফা কামাল।

আপনার মন্তব্য

আলোচিত