তাহিরপুর প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২০ ১৪:৩৮

তাহিরপুরে ২ হাজার হতদরিদ্র পরিবারে এমপি রতনের ত্রাণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে দুই হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল, ৫ কেজি চাল, ২ কেজি আলু, দেড় কেজি মসুরি ডাল,আধা লিটার সয়াবিন তেল, একটি সাবান।

এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, বাদাঘাট ডিগ্রি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম আখঞ্জি, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাশুক মিয়া, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক সুজাত মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

এছাড়াও তাহিরপুর উপজেলা সদরসহ ৭টি ইউনিয়নে বালিজুড়ি ইউনিয়ন, বাদাঘাট ইউনিয়ন, উত্তর বড়দল ইউনিয়ন, দক্ষিণ বড়দল ইউনিয়ন, উত্তর শ্রীপুর ইউনিয়ন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সর্বমোট দুই হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত