নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২০ ১৫:৫৫

কুলাউড়া থেকে দুজন শামসুদ্দিন হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে কুলাউড়া থেক দুজন রোগী সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

রোববার (৫ এপ্রিল) সকালে এ দুজনকে হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। ভর্তিকৃত সকল রোগীর অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে।

এরআগে জ্বর, সর্দি-কাশি নিয়ে শনিবার মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল থেকে দুজন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র বলেন, করোনার উপসর্গ নিয়ে কুলাউড়া থেকে হাসপাতালে ভর্তি হওয়া দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মধ্যে সিলেটের মধ্যবয়স্ক ব্যক্তি শুক্রবার ভর্তি হয়েছেন। আর বড়লেখার যুবক ভর্তি হয়েছেন শনিবার সকালে। এই দুইজনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট আজকে রাতের মধ্যে আসার কথা।

তিনি বলেন, শ্রীমঙ্গলের কিশোরী সন্ধ্যায় এসে ভর্তি হয়েছেন। তার নমুনা রোববার সকালে ঢাকায় পাঠানো হয়। এ রিপোর্ট আগামীকাল জানা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত