বড়লেখা প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২০ ১৮:৪৫

বড়লেখায় শিক্ষকের উদ্যোগে ৩৫০ পরিবারে খাদ্যসামগ্রী

মৌলভীবাজারের বড়লেখায় নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে গরীব ও নিম্ন আয়ের ৩৫০ পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করোনা পরিস্থিতিতে কাজ-কর্ম বন্ধ থাকায় বিপাকে পড়া বর্ণি ইউনিয়নের গরিব ও নিম্ন আয়ের পরিবারে এগুলো পৌঁছানো হয়।
উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের বাড়ি বর্ণি ইউনিয়নে।

প্রত্যেক পরিবার পেয়েছে ৮ কেজি করে চাল, ৪ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, আদা কেজি মসুর ডাল ও একটি লাইফবয় সাবান।

এ সময় নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন ছাড়াও স্থানীয় বর্ণি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, সাবেক শিক্ষক নজমুল ইসলাম সফাত, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, সমাজসেবক আব্দুল মুহিত, তরুণ সমাজকর্মী ফরহাদ হোসেন ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন মুঠোফোনে বলেন, করোনাভাইরাস সংকটে গরীব ও নিম্ন আয়ের মানুষ এখন কর্মহীন। নিত্যপণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। এ অবস্থায় কাজ-কর্ম না থাকায় বিপাকে পড়েছেন তারা। বর্ণি ইউনিয়নে আমার বাড়ি। সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। সকল বিত্তবানরা যদি নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়ান। এই সংকটে মানুষ কষ্ট করবে না।

আপনার মন্তব্য

আলোচিত