তাহিরপুর প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২০ ১৯:০৯

যাদুকাটা নদীর তীর কাটার অভিযোগে আটক ২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে যাদুকাটা নদীর তীর কেটে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক ২জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে তাই তাদের থানা হাজতে রাখা হয়েছে।

আককৃতরা হলেন, গড়কাটি গ্রামের সাজি রহমান(৩০), বাগগাও গ্রামের মনফর আলী।

সোমবার (৬ এপ্রিল)  উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘড়কাটি এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, উপজেলার যাদুকাটা নদীর ঘাগটিয়া বড়টেক এলাকা, লাউড়েরগড়, ডালারপাড়, গরকাটি এলাকার শাহআরেফিন ও অদ্বৈত্ত মৈত্রী সেতু সংলগ্ন এলাকায় প্রতিদিন স্থানীয় সংঘবদ্ধ চক্র র্দীঘ দিন ধরে রাতের আঁধারে নদীর তীর কেটে বালু উত্তোলন করে আসছে।

মঙ্গলবার রাত ১১টায় সময় গোপন সংবাদের ভিত্তিত্বে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে বালু উত্তোলন করার সময় দুই ব্যাক্তিকে আটক করে। এসময় অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়। পরে আটক দুজনকে রাতেই তাহিরপুর থানায় হস্তান্তর করে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ।

বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অবৈধ ভাবে নদীতে বালু উত্তোলনের দায়ে আটককৃত দুই ব্যক্তিকে মধ্য রাতেই তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিরা থানায় আছেন। ইউএনও স্যারে কার্যলয়ে নিয়ে মোবাইল কোর্ট করা হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত