দিরাই প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২০ ২১:৫০

দিরাইয়ে মানসিক ভারসাম্যহীনদের প্রতিদিন খাবার দিচ্ছেন প্রবাসী পাশা

সুনামগঞ্জের দিরাইয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে চলছে অঘোষিত লক ডাউন। সকল দোকানপাট, হোটেল-রেস্তোরা বন্ধ থাকায় সবচেয়ে বেশী বিপাকে মানসিক ভারসাম্যহীন মানুষ ও ভিক্ষুকরা। তাদের সহায়তায় উদ্যোগে নিয়েছেন উপজেলার উমেদনগর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী পাশা মিয়া।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তৃতীয় দিনের মত পৌর শহরের বিভিন্ন সড়কে থাকা মানসিক প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে পাশা মিয়ার পক্ষ থেকে উন্নতমানের খাবার তুলে দেওয়া হয়।

খাবার তাদের হাতে পৌঁছান দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক রুম্মান মিয়া, সমাজকর্মী তদরুল ইসলাম প্রমুখ।

পাশা মিয়া জানান মানসিক প্রতিবন্ধীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল দোকানপাট বন্ধ থাকায় মানসিক প্রতিবন্ধী ও ভিক্ষুকরা মহা বিপাকে পড়েছে। সে চিন্তা থেকেই এ উদ্যোগ নিয়েছে, আজ তৃতীয় দিনেরমত খাবার বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত