মাধবপুর প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২০ ২১:২৫

আনসারীর জানাজায় অংশগ্রহণ করায় মাধবপুরে ১০ ব্যক্তির বাড়ি লকডাউন

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা যুবায়ের আহমেদ আনসারীর জানাজায় হবিগঞ্জের মাধবপুর থেকে অংশগ্রহণকারী ১০জনকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাতে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, থানার এসআই আজিজুর রহমান নাঈম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের ৮টি এবং উপজেলার বাইরে ২টি বাড়ি লকডাউন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় অংশ নেওয়ায় উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক ও উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শাহীন মিয়া, মাধবপুর মহিলা মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, মুর্শেদ আলম, মাওলানা সালাউদ্দিন, লিয়াকত আলী, মাওলানা নুরুল আমীন, মাওলানা হুমায়ূন কবির ও মাওলানা জসীম উদ্দিনসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখিত বাড়িগুলো ছাড়াও উপজেলার বেশ কয়েকজন ব্রাহ্মণবাড়িয়া জনসমাগমে অংশগ্রহণ করেছিল বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে সেগুলোকেও লকডাউন করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।

আপনার মন্তব্য

আলোচিত