দিরাই প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২০ ২১:৪১

দিরাইয়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি জয়া

করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ১ হাজার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার (এপ্রিল) দুপুরে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে পৌরসভার ২০০ জন লোকের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, সুমন চৌধুরী, স্বপন কান্তি দাস প্রমুখ।

দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার বিভিন্ন শ্রেনিপেশার মানুষকে আমরা খাদ্যসামগ্রী প্রদান করব । আজ পৌরসভার ২০০জনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে এর উদ্বোধন করলেন মাননীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের ঘরবন্ধি লোকদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে ।

আপনার মন্তব্য

আলোচিত