তাহিরপুর প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২০ ১৫:০৩

তাহিরপুরে ৪৫০ শ্রমজীবী পরিবারে অর্থ সহায়তা

বর্তমান করোনা পরিস্থিতিতে ৪৫০ শ্রমজীবী পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তার হাত বাড়িয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুইজন সমাজসেবক ও ব্যবসায়ী।

জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তেলীগাঁও নিজ গ্রামসহ আশেপাশের ৪৫০টি শ্রমজীবী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে গত কয়েক দিনে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

বিজ্ঞাপন

তারা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও (বড়বাড়ি) গ্রামের দুই ভাই রণজিৎ পাল (রণ) প্রাক্তন মেম্বার এবং রনধীর পাল (বেনু)।

নগদ অর্থ সহায়তা পেয়ে অনেকেই বলেন, কাজ নেই ঘরে টাকাও নেই এই সময় এই অর্থ পেয়ে খুব উপকার হয়েছে।

রণজিৎ পাল (রণ) প্রাক্তন মেম্বার এবং রনধীর পাল বেনু জানান, নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি বর্তমান পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে দাড়াতে। এলাকার মানুষদের প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে অবহেলা না করে স্বাস্থ্যবিধি মেনে চলতে, নিজ নিজ ঘরে অবস্থান করে নিজে, পরিবার, প্রতিবেশী ও এলাকাবাসীকে সুরক্ষিত রাখার পরামর্শ দিচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত