কুলাউড়া প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২০ ০০:০৩

কৃষকের পাশে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান

করোনাভাইরাসের কারণে সারাদেশের ন্যায় মৌলভীবাজা‌রের কুলাউড়া উপজেলায়ও দেখা দিয়েছে ধান কাটা শ্রমিক সংকট। এ কারণে উপজেলার ভুক‌শিমইল ইউনিয়নের হাকালুকি হাওরে অসহায় কৃষক লেছু মিয়ার জমির পাকা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে নিজেই সেই কৃষকের পাশে গিয়ে দাঁড়ালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম স‌ফি আহমদ সলমান। কেটে দিলেন কৃষকের ক্ষেতের ধান।

রোববার (২৬ এপ্রিল) তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গ-সংগঠনের প্রায় ৩০জন নেতাকর্মী নিয়ে ঐ কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

এ সময় কৃষক লেছু মিয়া বলেন, ‘এক দিকে শ্রমিক সংকট অন্য দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠে পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। এমন সময় চেয়ারম্যানের উদ্যোগে পাকা ধান ঘরে এসেছে আমি খুবই আনন্দিত। উপজেলা চেয়ারম্যান একজন কৃষক দরদী মানুষ।’

উপজেলা চেয়ারম্যান এ কে এম স‌ফি আহমদ সলমান বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আবহাওয়ার পূর্বাভাস যে কোন সময় প্রবল বর্ষণ হ‌তে পা‌রে। এতে কৃষকের স্বপ্ন পানিতে তলিয়ে যে‌তে পা‌রে। কৃষকের স্বপ্ন না বাঁচলে আমরাও না খেয়ে থাক‌তে হবে। তাই হাকালুকি হাওরের ভূক‌শিমইল এলাকার কৃষকের ধান কেটে দি‌তে গিয়েছিলাম। যত দ্রুত সম্ভব কৃষকের স্বপ্ন ঘ‌রে তুলে দি‌তে আমরা বদ্ধ পরিকর।’

আপনার মন্তব্য

আলোচিত