নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২০ ২৩:২৭

কোনো রোগের জন্য কোন নাম্বারে কল দিবেন

ওসমানীতে টেলিমেডিসিন সেবা চালু হচ্ছে সোমবার

সোমবার (৪মে) থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হচ্ছে টেলিমেডিসন সেবা। এখন থেকে রোগীরা মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসেই এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

ওসমানী মেডিকেল কলেজ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)- এর সমন্বিত উদ্যোগে এই বিশেষায়িত টেলিমেডিসিন সেবা চালু করা হচ্ছে।

এতে রোগভেদে রোগীদের জন্য কয়েকটি নাম্বার প্রদান করেছে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। যার যে রোগের জন্য পরামর্শ প্রয়োজন সেই রোগের জন্য নির্ধারিত নাম্বারে ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন



নির্ধারিত মোবাইল নাম্বারগুলো হলো-

মেডিসিন, হৃদরোগ ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার জন্য ০১৭৮১৩১৩০৯৮।

গাইনি ও প্রসূতিজনিত সমস্যায় ০১৭৮৪৩১৩০৯৯।

শিশু ও নবজাতকের জন্য ০১৬৬০১২৩১৩৭।

সার্জারি (শনিবার-সোমবার), নাক-কান-গলা (মঙ্গলবার-বুধবার), ডার্মাটোলজি (বৃহস্পতিবার) ০১৭৮৭৩১৩০৯৭।

করোনা সম্পর্কিত জিজ্ঞাসা ও চিকিৎসা ০১৭৩৫৭৭২৬৮৩।

অন্যান্য রোগের জন্য ০১৭৬৫৮৯৯৮২৭।

ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ময়নুল হক জানান, সোমবার থেকে প্রতিদিন সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। এই সময়ের মধ্যে যে কেউ ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিন এ সেবা বন্ধ থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত