জুড়ী প্রতিনিধি

০৫ মে, ২০২০ ২০:২৯

জুড়ীতে এবার থানার বাবুর্চির করোনা শনাক্ত

মৌলীভাজারের জুড়ীতে আরো একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়া রোগী জুড়ীর মোকাম টিল্লার বাসিন্দা। তিনি জুড়ী থানায় বার্বুচির কাজ করতেন। এ নিয়ে উপজেলায় মোট ৪ জন করোনা রোগী শনাক্ত হলেন। আক্রান্তদের সকলেই উপসর্গ বিহীন বলে জানা গেছে।

জানা যায়, জুড়ী থানার পুলিশ এবং কর্মচারীদের গত ২৯ এপ্রিল নমুনা টেস্টের জন্য পাঠানো হয়।। মঙ্গলবার দুপুর ১ টার দিকে  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ তার করোনা পজিটিভের কথা জানান। এর আগে সোমবার রাত ১১ টার দিকে আরেকজন ফার্মেসির কর্মচারীর করোনা পজিটিভ ধরা পড়ে। কোন ধরনের উপসর্গ না থাকায় তাদের উভয়কে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

জুড়ী থানার ওসি জানান, ১০ দিন আগে নমুনা নিলেও আজ রিপোর্ট আসছে পজেটিভ। কোন উপসর্গ না থাকায় তারা অবাদেই চলাফেরা করতো। আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

এর আগে ও উপসর্গ বিহীন জুড়ীর দুই পুলিশ সদস্যের করোনা ধরা পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত