জুড়ী প্রতিনিধি

০৫ মে, ২০২০ ২১:২০

পোল্ট্রি ফার্মে হামলা, লুটপাটের অভিযোগে জুড়ীতে সংবাদ সম্মেলন

রাতের আঁধারে হামলা চালিয়ে ঘুমন্ত নিরীহ প্রাণী হত্যা, খামার ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জুড়ী উপজেলা পোল্ট্রি এসোসিয়েশন।

মঙ্গলবার (৫ মে)  উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি হারিস মোহাম্মদ এসব অভিযোগ করেন।

তিনি বলেন, স্থানীয় দ্বীনবন্ধু সেনের মালিকানাধীন বন্ধু পোল্ট্রি খামার বন্ধের জন্য কিছু কুচক্রী মহল বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। আদালতে মামলা বিচারাধীন থাকার পরও গত ১ মে রাতে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আব্দুল মতিনসহ কয়েকজন মানুষ খামারের প্রাণীদের উপর হামলা চালিয়ে জেনারেটর, পানির পাম্পসহ খামারের গুদামে রাখা খাদ্য লুট করে নিয়ে যায়। খামারের পাশে থাকা নতুন হার্ভেস্টার মেশিন ভাংচুর করে এবং খামারের মালিক দ্বীন বন্ধুকে মারধর করে তার মোবাইল ভেঙ্গে ফেলে।

চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডের কারণে যেকোনো সময় আবারও বড় ধরনের হামলার আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন খামারের মালিক দ্বীন বন্ধু সেন, শাহজাহান আহমদ, আফিয়ান আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত