২৬ অক্টোবর, ২০২৪ ০১:২৯
অস্ট্রেলিয়ায় থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।
এর আগে, গত ৯ অক্টোবর বড় মেয়ে ড. শামারুহ মির্জা ও অন্য স্বজনদের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন মির্জা ফখরুল।
যাত্রার আগে তিনি বলেছিলেন, আমার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আমার স্ত্রী (রাহাত আরা বেগম) গত দেড় মাস ধরে বড় মেয়ের কাছে আছেন। তাদেরকে একটু সময় দিতে সেখানে যাওয়া।
মির্জা ফখরুল দম্পত্তির দুই মেয়ে। বড় মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন স্বামী ও সন্তান নিয়ে। আর ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।
আপনার মন্তব্য