রনি ইমরান, পাবনা থেকে

০৮ ডিসেম্বর, ২০১৬ ১৭:৫১

বেত পণ্যে জীবিকা কার্তিক দাসের

নানান প্রতিকূলতা সত্ত্বেও পূর্ব পুরুষের পৈত্রিক পেশাকেই আঁকড়ে ধরে রেখেছেন কার্তিক দাস। তাঁর বয়স এখন ৫০, আর গত ৩০ বছর ধরে একই পেশায় আছেন নিয়োজিত।

কার্তিক দাসের বাড়ি শহরের কুঠিপাড়া মহল্লার বেত পল্লিতে, আর দোকান পাবনা জেলা স্কুলের দক্ষিণ পাশে। তিনি নিজেই কারিগরের কাজ করে শৈল্পিক কারুকার্যপূর্ণ অপরূপ সব পণ্য সামগ্রী তৈরি করেন। এরমধ্যে মোড়া, দোলনা, চেয়ার, রকিচেয়ার, সোফা সেট, ঝুড়ি, আয়নার ফ্রেম উল্লেখযোগ্য।

প্রতিটি মুরা ৭ শত থেকে ৮ শত টাকা, দোলনা প্রকারভেদে ৩ হাজার থেকে ৭ হাজার টাকা, রকিচেয়ার ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রয় করেন তিনি। এরপরেও বেত সহজলভ্য, কারিগর সংকট, অ-পৃষ্ঠপোষকতা সহ নানা সমস্যার পরেও এই কুটির শিল্পটি ধরে রেখে জীবিকা নির্বাহ করছেন তিনি।

বার্মার বেত ঢাকা থেকে কিনে আনতে খরচ বেশী হয় এছাড়া দক্ষ কারিগর সংকট রয়েছে বলে জানান তিনি।

এক সময় গ্রামীণ জনপদের ঘরে ঘরে বেতের পণ্য সামগ্রী তৈরি হতো। বাড়ির ড্রয়িং রুমের আসবাব পত্র অনেকটাই বেত সামগ্রীর দখলে ছিলো, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় নিত্য নতুন পণ্য সামগ্রীর ভিড়ে এই শিল্প যেন কোণঠাসা হয়ে পড়েছে। কার্তিক দাস দাবি করেন এই শিল্প দেশে অনেক সম্ভাবনাময় হতে পারে, বিদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে।

দক্ষ কারিগর দ্বারা বড় পরিসরে এই শিল্পর বিকাশের জন্য এখনি যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার, উল্লেখ করেন কার্তিক দাস।

আপনার মন্তব্য

আলোচিত