সিলেটটুডে ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০১৬ ১২:০১

রোহিঙ্গা বোঝাই আরো ৬ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা ও ২৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোরে নাফ নদীর ৩টি পয়েন্ট ও পালংখালী সীমান্ত দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করেছিলো।

বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকাকে বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিলো বলে জানান তিনি।

অপর দিকে বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করতে চাওয়া ২৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত