সিলেটটুডে ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০১৬ ১১:৩৪

যশোরে চীনা নাগরিককে পিটিয়ে হত্যা, আটক ২

যশোরের উপশহর এলাকায় একটি বাড়িতে চ্যাং হিং চং (৪৫) নামের এক চীনা নাগরিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একজন ইজিবাইক ব্যবসায়ী ছিলেন।

বুধবার (১৪ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে তাঁকে হত্যা করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন চ্যাং হিং সং হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি চীন থেকে ইজিবাইক আমদানি করে বাংলাদেশে বিক্রি করতেন। বুধবার রাতের কোনো এক সময়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্থ আত্মসাৎ নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

জানা যায়, উপশহর মহিলা কলেজের পাশে 'হামিদা ভিলা'য় ভাড়া থাকতেন তিনি। সঙ্গে তাঁর কর্মচারী নেত্রকোনা জেলার বাসিন্দা নাজমুল ও নাজমুলের ভাইপো মুক্তাদির থাকতেন।

সকালে নাজমুল ও মুক্তাদির পুলিশকে জানান, চীনা নাগরিক চ্যাং হিং চংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদা ভিলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নাজমুল ও মুক্তাদিরকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত