রাঙ্গামাটি প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০১৬ ১৬:৪১

রাঙ্গামাটিতে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশনা সেমিনার অনুষ্ঠিত

রাঙামাটিতে অর্থনৈতিক শুমারি-২০১৩ জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন এবং জেলা পরিসংখ্যান কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-সচিব জাফর আহম্মেদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ। এছাড়া জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-সচিব জাফর আহম্মেদ খান বলেন, জরিপ ছাড়া কোনো উদ্যোগ নেওয়া কাজে সফল হওয়া যায় না। এজন্য ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে এ জরিপ কাজটির উদ্যোগ গ্রহণ করেন।

তিনি আরো বলেন, একটা সময় জরিপ কাজটি কঠিন মনে হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ কাজ দ্রুত করা হচ্ছে। জরিপ কাজটি অনেক সময় সাপেক্ষের ব্যাপার। প্রতি ১০ বছর পর পর শুমারির কাজটি পরিচালনা করা হলেও অনেক জায়গায় পাঁচ বছর পর পর করা হয়।

বক্তব্য শেষে ‘ইকোনোমিক সিনসাস ২০১৩’ নামের রাঙামাটির অর্থনৈতিক শুমারির ওপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

আপনার মন্তব্য

আলোচিত