সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৬ ০১:৪৪

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি ৬ জেলে আহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী সাগরে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি ছয় জেলে জখম হয়েছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

মঙ্গলবার বিকেলে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের পূর্বে নিকটবর্তী সাগরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার ওসমান গনি, রফিকুল ইসলাম, ওসমান গনি-২, মোহাম্মদ আলম, নূর আহমেদ এবং মহেশখালীর সাইফুল ইসলাম।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার মো. সাইফুল আবছার বলেন, কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বাসিন্দা সুলতান আহমদের মালিকানাধীন এফ বি জাবিনা/খালেদা-১ ফিশিং ট্রলারটি ১৪ জেলে নিয়ে কয়েকদিন আগে সাগরে মাছ ধরতে যায়। মঙ্গলবার সকালে তারা সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের পূর্বে নিকটবর্তী সাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে জাল ফেলে।

গুলিবিদ্ধ জেলেদের বরাত দিয়ে তিনি বলেন, বিকেলের দিকে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ বাংলাদেশি জেলেদের ট্রলার ধাওয়া করে। এক পর্যায়ে ট্রলার লক্ষ্য করে গুলি করে। এতে ছয় জেলে গুলিবিদ্ধ হয়েছে। তাদের হাত, পা ও মাথার নিচে গুলি লেগেছে।

সাইফুল আবছার জানান, গুলিবিদ্ধদের নিয়ে অন্য জেলেরা ট্রলারটিসহ সেন্টমার্টিন দ্বীপের ঘাটে পৌঁছায়। এ সময় স্থানীয় লোকজন তাদের সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সুপ্রব দাশ জানান, গুলিবিদ্ধ জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত