বেনাপোল প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০১৬ ১৫:৩৪

বেনাপোলে ৪০৬ পিস মোবাইল উদ্ধার

বেনাপোল গাতিপাড়া গ্রাম থেকে ভারত থেকে চোরাই পথে আসা ৪০৬ পিস নোকিয়া মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এ মোবাইল ফোনের চালানটি উদ্ধার করা হয়।

বেনাপোল ক্যাম্পের হাবিলদার সারোয়ার হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে আমরা জানতে পারি ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ মোবাইল ফোন নিয়ে বেনাপোলের দিকে রওনা হয়েছে চোরাকারবারিরা । এ সময় গাতিপাড়া গ্রামে দাঁড়িয়ে থাকলে ভারত থেকে আসা জনৈক দুইজন লোক বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দুইটি বড় ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ দুটি উদ্ধার করে ক্যাম্পে এনে তার ভিতর থেকে ৪০৬ পিস নোকিয়া ব্রান্ডের মোবাইল ফোন পাওয়া যায়।

তবে এ সময় চোরাকারবারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বেনাপোল ক্যাম্পের নায়েব সুবেদার শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোন বেনাপোল কাস্টমস হাউজে জমা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত