রাঙ্গামাটি প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০১৭ ১৭:৩২

রাঙ্গামাটিতে ত্রিপিটক পূজা শুরু

রাঙামাটিতে ৪ দিনব্যাপী ত্রিপিটক পূজা শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ২ টায় এই পূজা উপলক্ষে দিকে রাঙামাটি শহরে বের করা হয় বিশাল ত্রিপিটক র‍্যালি।

র‍্যালিতে মোটরসাইকেল ছাড়াও শতাধিক ট্রাক, পিকআপ, জিপ, অটোরিকশা, মাইক্রোবাস অংশ নেয়। ত্রিপিটক গাড়িবহরগুলো শহরের রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা সড়কে দাঁড়িয়ে ত্রিপিটকের প্রতি ফুল ছিটিয়ে সম্মান জানান এবং বিভিন্ন সামগ্রী দান করেন।

কয়েকজন পূজারি জানান, পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত বনভান্তের ইচ্ছে অনুসারে এই র‍্যালি করা হচ্ছে। বনভান্তের ইচ্ছা ছিল ধর্মপূজা করা। ত্রিপিটক পূজাকে তিনি ধর্মপূজা বুঝিয়েছেন। সম্মানের সহিত এই ত্রিপিটককে পুরো রাঙামাটি শহরে প্রদক্ষিণ শেষে টানা ৭ দিনব্যাপী বনবিহারে ত্রিপিটক পূজা করা হবে।

বনভান্তের জন্মদিবস উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা তাঁর জন্মদিন ৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

আপনার মন্তব্য

আলোচিত