বেনাপোল প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:২৩

ধর্মঘট প্রত্যাহার, বেনাপোল বন্দরে বাণিজ্য শুরু

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে পুনরায় শুরু হয়েছে আমদানি বাণিজ্য। ভারতের ব্যবসায়ীরা তাদের ধর্মঘট তুলে নেওয়ায় পুনরায় এ বাণিজ্য শুরু হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ‌পেট্রা‌পো‌লের ব্যবসায়ীরা তাদের ধর্মঘট তুলে নেওয়ায় সকাল থেকে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে দেশে প্রবেশ করেছে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ভারতের পেট্রাপোলে প্রথম সা‌রির ১০ ব্যবসায়ীর রপ্তানি পণ্য বাংলাদেশে আগে প্রবেশ করা নিয়ে ছোট ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়। সোমবার সকালে শীর্ষ ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার পর ছোট ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেন।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শীর্ষ ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার পর আবারও দুই দেশের ভিতর আমদানি বাণিজ্য চালু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আমদানি হওয়া পণ্য দ্রুত খালাসের জন্য সংশিষ্ট বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত