সিলেটটুডে ডেস্ক

২০ মার্চ, ২০১৭ ১৩:০৯

দিনাজপুরে কথিত পীর ও নারী হত্যা : মূল হত্যাকারী গ্রেপ্তার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি দরবার শরিফে কথিত পীর ও তাঁর এক নারী মুরিদের মূল হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২০ মার্চ) ভোরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম বাবু (৪২)। তিনি দিনাজপুর বোচাগঞ্জ থানার দৌলা এলাকার আজিমুদ্দিনের ছেলে।

এর আগে একই ঘটনায় গত ১৫ মার্চ একই উপজেলার সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের নিজ বাড়ি থেকে এছাহাক আলী (৫৭) নামে অপর এক সন্দেহভাজন পীরকে আটক করে কুড়িগ্রাম পুলিশ। 

উল্লেখ্য, গত ১৩ মার্চ সোমবার রাতে বোচাগঞ্জ উপজলোর দৌলা এলাকায় পীর ফরহাদ হাসান চৌধুরী (৬৮) ও তার পালিত কন্যা গৃহপরিচারিকা রূপালি বেগমকে (২২) গুলি ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত ফরহাদ হাসান চৌধুরী দৌলা খানকার পীর হিসেবে পরিচিত। তিনি দিনাজপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি। পৌর মেয়র পদে নির্বাচন করে দলীয় কোন্দলের কারণে হেরে যান। নির্বাচনে পরাজিত হয়ে নিস্কৃয় ভূমিকা পালন করেন।

নিহত নারী মুরিদ রূপালী বেগম বোচাগঞ্জ এলাকার হোসেন আলীর কন্যা। রূপালী ফরহাদ হোসেন চৌধুরীর গৃহর্কমী ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত