সিলেটটুডে ডেস্ক

১৯ জুলাই, ২০১৭ ০৩:৫০

আমাদের ‘না’ বলা শিখতে হবে: দুদক চেয়ারম্যান

আমাদের ‘না’ বলা শিখতে হবে। আমরা শুধু ‘হ্যাঁ’ বলতে শিখেছি; আর এ জন্যই জনগণ আমলাদের পছন্দ করে না, বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তাদের আচরণ সম্পর্কে তিনি বলেছেন, ভাল আচরণ না করায় জনগণও সরকারি কর্মীদের পছন্দ করে না বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ক মাঠ পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

ইকবাল মাহমুদ বলেন, ‘আসলে আমাদের দুদকেরই অনেক সমস্যা রয়েছে। এ কথা বলায় আমাকে অনেকেই পছন্দ করেন না।... আমরা সরকারি কর্মকর্তারা কখনো কি জনগণকে স্যার বলেছি? কিন্তু বিদেশে দেখবেন উচ্চপদস্থ কর্মকর্তারা বাস চালককে স্যার বলে সম্বোধন করেন। তাদের ভেতর জনগণের প্রতি সম্মান করার বোধ থাকার ফলে তাদের দেশ এত উন্নত। জনগণকে সম্মান দিলে তারা আপনাদের প্রটেকশন দেবে। নতুবা বিপদে পড়লে কেউ আপনাদের দেখবে না।’

দুদক চেয়ারম্যান বলেন, ২২ জন পুলিশ দিয়ে আপনার প্রটেকশন পাওয়া যাবে না। জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করলে প্রটেকশন তারাই দেবে।’ জনগণকে ‘ধন্যবাদ’ দেয়ার রীতি রপ্ত করার তাগাদাও দেন তিনি।

উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ইকবাল মাহমুদ বলেন, একটি পরিবারের পিতা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে কোনদিনই তার পরিবারের অন্য সদস্যরা সৎ বা নিষ্ঠাবান হতে পারে না। তেমনই সরকারি কোন অফিসের প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তার নিচের যত কর্মকর্তা আছে তারাও ঠিক একইভাবে দুর্নীতিপরায়ণ হবে। দুদক চায়- সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আইন-কানুন, বিধি-বিধান মেনে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক। তাহলে অভিযোগও উঠবে না, মামলাও হবে না।

রাষ্ট্র ও সমানে দুর্নীতিপরায়ণতায় হতাশার কথাও বলেন দুদক চেয়ারম্যান। বলেন, এখন লুকানোর কিছু নেই। একটা দেশ এভাবে চলতে পারে না। আমরা দুর্নীতিতে এগিয়ে যাব, এটা হতে পারে না।

বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ব্যর্থতায় হতাশার কথা তুলে ধরে ইকবাল মাহমুদ বলেন, রাঘব বোয়ালদের ধরা এত সম্ভব নয়। বড় মাছ ধরতে জালও বড় করে পেতে রাখতে হয়। আমরা ছোট গাছ যত সহজে তুলতে পারি, তত সহজে কিন্তু বড় গাছ তুলতে পারি না।

দুর্নীতির মামলাকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে দুদক চেয়ারম্যান বলেন, মূলত আমরা কোন মামলা করতে চাই না। দুদকের দুর্নীতি মামলা হল ক্যান্সারের মত। ক্যান্সার হলে যেমন পরিবারসহ সকলে একসময় পথে বসে, তেমনই দুদক কারো বিরুদ্ধে মামলা করলে তার অবস্থা একই রকম হয়।

তিনি বলেন, আমরা কাজ করি দুর্নীতি দমনের জন্য। কিন্তু কাজ করতে আমাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা আমাদের কাজ মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে করতে চাই।

আপনার মন্তব্য

আলোচিত