বেনাপোল প্রতিনিধি

২৬ জুলাই, ২০১৭ ১৯:২৩

বেনাপোলে চার পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে আরিফুল (৩৪) ও হারুন (৫০) নামে দুইজন স্বর্ণ পাচারকারীকে ৪ পিস স্বর্ণের বারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

বুধবার (২৬ জুলাই) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল‌েন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মল্লিকপুর গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে আরিফুল ইসলাম ও নারায়নগঞ্জ জেলার আব্দুল গফুরের ছেলে হারুন আল রশিদ।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ইন্সপেক্টর মো. মোতালিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরিফুল ও হারুন নামে দুইজনকে বেনাপোল নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ডেকে শুল্ক গোয়েন্দা অফিসে এনে তল্লাশি করে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্ব‌র্ণের বা‌রের ওজন ৪ শ’ গ্রাম। স্বর্ণ উদ্ধারের সময় গোয়েন্দা টিমে অংশ নেন ইন্সপেক্টর চাঁন মাহমুদ, সিপাই মো. ইমাম হোসেন ও জাহাঙ্গীর আলম।

আটককৃত স্বর্ণ বেনাপোল শুল্ক গুদামে জমা হবে এবং স্বর্ণ পাচারকারী দুইজনকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়ে‌ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, এনিয়ে গত দুই সপ্তাহে বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে ৫টি স্বর্ণের চালানসহ ৬ বাংলাদেশি যাত্রীকে আটক করলেন কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত