সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২৬

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুরের ডাবরী সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (২৪)  নামের এক বাংলাদেশি মারা গেছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে।

রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

বড় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে আবদুর রাজ্জাকসহ তিনজন গরু ব্যবসায়ী ডাবরী সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান। তারা ভারতের ফুলবাড়ী সীমান্তে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি করে। এতে গুলিতে ঘটনাস্থলেই নিহত হন রাজ্জাক। অন্য দুজন পালিয়ে আসেন এবং বিষয়টি তারা জানান।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন মারা গেছেন এটা নিশ্চিত।

আপনার মন্তব্য

আলোচিত