সিলেটটুডে ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৫০

এজলাসে বোমা হামলা: চট্টগ্রামে তিন জঙ্গির ১৪ বছর সাজা

চট্টগ্রাম আদালতে দুই বিচারকের এজলাসে বোমা হামলার পৃথক দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির তিন জঙ্গিকে সাত বছর করে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম সাহাদাত হোসেন ভুঁইয়া এই রায় দেন।

দণ্ডিতরা হলেন- জেএমবি চট্টগ্রাম শাখার সাবেক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, শাহাদাত আলী ও জঙ্গি সংগঠনটির বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান।

এর মধ্যে জাবেদ ও শাহাদাত কারাগারে রয়েছেন। অন্যদিকে বোমা মিজানকে সাড়ে তিন বছর আগে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে ২০০৫ সালের ৩ অক্টোবর দুটি বোমা ছুড়ে মারে জঙ্গিরা। তবে বোমা দুটি বিস্ফোরিত হয়নি।

এ ঘটনায় দুটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।  এরপর ২০০৮ সালের ২৭ জানুয়ারি থেকে দুটি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুই মামলায় ৪০ জন সাক্ষ্য দেন।

আপনার মন্তব্য

আলোচিত