বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি

২৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৪৬

টানা ৫ দিন বন্ধের কবলে বেনাপোল স্থলবন্দর

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন বন্ধের কবলে পড়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। তবে এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সোমবার (৩১ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে জানা গেছে।

ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সংগঠনের সভাপতি পরিতোশ বিশ্বাস জানান, ভারতীয় ট্রাক চালকরা তাদের জানিয়েছেন দুর্গোৎসব উপলক্ষে তারা পণ্য পরিবহন করবে না। এ কারণে এ পথে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামী সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, ভারতীয় ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটির বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর খোলা রয়েছে বলেও জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশন (ওসি) ওমর শরীফ জানান, দুর্গাপূজা উপলক্ষে এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত